মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

পেট্রল ঢেলে আগুনে মৃত্যু গৃহবধূর

ছেলে আশঙ্কাজনক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরের মুনিরকান্দি গ্রামে ঘুমন্ত স্ত্রী ও সন্তানের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ছয় দিন পর দগ্ধ হেলেনা আক্তারের (৩৬) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। হেলেনার দগ্ধ ছেলে অন্তরের (১১) অবস্থাও আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হেলেনার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে। আগুন দেওয়ার পর থেকে অভিযুক্ত ওসমান শেখকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে তাদের গায়ে আগুন দেওয়া হয় জানান হেলেনার ভাই ইমরান হোসেন। স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

সর্বশেষ খবর