মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

হত্যা মামলায় যাবজ্জীবন তিনজনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মো. নাঈম (১৭) হত্যা মামলার ১৬ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন ও তিনজনকে সাত বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবদুল হান্নান গতকাল এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জেলা সদরের দাড়িয়াপুর গ্রামের কানু দাসের ছেলে কাজল দাস (৩৯), রঞ্জন দাসের ছেলে জুনু দাস (৩৮) ও অশ্বিনী দাসের ছেলে অভিরাম দাস (৩৬)। সাত বছরের কারাদন্ড দেওয়া হয়েছে একই গ্রামের রঞ্জন দাসের ছেলে জুয়েল দাস (৩৯), হীরা লাল দাসের ছেলে স্বপন কুমার (৪৪) ও হরি দাসের ছেলে অশ্বিনী দাসকে (৭৬)। জানা যায়, ২০০৮ সালের ১৬ জুন রাতে নিখোঁজ হন জেলা  শহরের উত্তর পৈরতলার সের আলীর ছেলে নাঈম। দুই দিন পর সদর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। ২৩ জুন উত্তর পৈরতলা-কালিসীমা সড়কের সেতুর নিচ থেকে স্থানীয়রা নাঈমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার চাচা হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর