শিরোনাম
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বজ্রপাতে প্রাণ গেল প্রবাসীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মো. সোহাগ (২৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। উপজেলার বীরগাঁও ইউনিয়নের আবদুল্লাহচর এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটির আবদুস সালামের ছেলে। তিন মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। পরিবারের লোকজন জানান, সকালে সোহাগ বাইশমৌজা বাজারের পাশে আবদুল্লাহচরে ১০-১৫টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। স্বজনরা খবর পেয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন। নবীনগর থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ খবর