বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

কুমার নদের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধি

কুমার নদের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ

ফরিদপুরে কুমার নদের নাব্য ফিরিয়ে আনা এবং নদের ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শহরের বাখুন্ডা বাজার ঘাট সংলগ্ন এলাকায় কচুরিপানা অপসারণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। জেলা প্রশাসক বলেন, কুমার নদের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। যারা কুমার নদ দখল ও দূষণের সঙ্গে জড়িত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় চৌধুরী রওশন ইসলাম, ইয়াছিন কবীর, শামছুল আলম চৌধুরী, তামান্না তাসনিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ উদ্যোগে একাত্মতা ঘোষণা করেন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানার কারণে এ নদের পানি কেউ ব্যবহার করতে পারছিল না। এ নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিন-এ সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর