বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

যমুনার ভাঙনের কবলে স্কুল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

যমুনার ভাঙনের কবলে স্কুল

যমুনা নদীভাঙনের কবলে পড়েছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। কয়েকদিন ধরে নদীর পানি বৃদ্ধির ফলে বিলীন হতে চলেছে এ বিদ্যালয়টি। একই সঙ্গে হুমকিতে রয়েছে এই এলাকার পরিবারসহ শিক্ষার্থীরাও। বিদ্যালয়টি নিলামে বিক্রির প্রক্রিয়া চালাচ্ছে উপজেলা প্রশাসন। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, সারিয়াকান্দিতে কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও এখন তা কমতে শুরু করেছে। পানি কমলেও উপজেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। রবিবার উপজেলার শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। বিদ্যালয়টির একাংশ ইতোমধ্যেই যমুনার ভাঙনের কবলে পড়ে বিলীন হতে চলেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির জানান, ভাঙনের কবলে পড়ে বিদ্যালয়টির পরিস্থিতি খুবই খারাপ। পাউবো উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান, বিদ্যালয়টি রক্ষার জন্য প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ইউএনও তৌহিদুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিদ্যালয়টি নিলামে দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর