বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

জেল সুপারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সুপার ও কারারক্ষীদের বিরুদ্ধে হাজতি এবং কয়েদিদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা মহাপরিদর্শকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, কারাবন্দিদের জিম্মি করে অর্থ আদায়, হাসপতালে রাখার নামে মাসে লাখ টাকা ঘুষ, মেয়ের জন্য আইফোন, কারাগারের পাশে গরুর খামার গড়ে তুলেছেন জেলসুপার শরিফুল ইসলাম। তার নেতৃত্বে কারাগারে গড়ে উঠেছে সিন্ডিকেট। সদ্য কারামুক্ত রেজাউল করিম বাবু নামে একজনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউর রহমান। বাবু অভিযোগে উল্লেখ করেন, গত ২৯ এপ্রিল নাচোল থানা পুলিশ ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরদিন জেল সুপার কারারক্ষী সাত্তারের মাধ্যমে ফোনে বিকাশে ১২ হাজার টাকা দাবি করলে তা পাঠায় আমার স্ত্রী। ৭ মে কারারক্ষী মনোয়ার ও মামুন জেল সুপারের নির্দেশে আবারও বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা নেয় আমার স্ত্রীর কাছ থেকে। ১১ মে আমাকে ও মধুমতি এনজিওর মালিককে জেল সুপার তার কার্যালয়ে ডেকে পাঠান। তিনি বলেন, মধুমতি এনজিওর মালিককে প্রতি মাসে ১ লাখ টাকা দিতে হবে। তারপর আমাকে বলেন, তার মেয়ের জন্য একটি আইফোন লাগবে।

জেলসুপার শরিফুল ইসলাম বলেন, অভিযোগকারী রেজাউল করিম বাবু কিছুদিন আগে সাতটি মামলা নিয়ে কারাগারে আসেন। কারাগারে আসার পর নিজেকে ভিআইপি দাবি করে নানা সুযোগসুবিধা চান। চাহিদামতো সুবিধা না দেওয়ায় তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন।

সর্বশেষ খবর