বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

সিরিয়াল কিলারের সন্ধান সাভারে

নারীর লাশ উদ্ধারের চারদিন পর যুবকের হাড়-মাথার খুলি মিলল মাদক কারবারির বাড়ির মাটি খুঁড়ে

সাভার প্রতিনিধি

সাভারে মাদক কারবারির বাড়ির মাটি খুঁড়ে মিলল ১৪ মাস আগে নিখোঁজ তোফাজ্জল হোসেন টোনো নামে এক যুবকের হাড় ও মাথার খুলি। ওই মাদক কারবারিকে গ্রেফতারে সহযোগিতা করায় হত্যার পর মাটিচাপা দেওয়া সীমা আক্তারের লাশ উদ্ধারের চার দিনের মাথায় টোনোর লাশের সন্ধান পায় পুলিশ। গতকাল আনন্দপুর সিটিলেনের মাদক কারবারি স্বপনের বাড়ি থেকে হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়। সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার এসপি মো. আসাদুজ্জামান। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৪ মাস আগে টোনো নিখোঁজ হন। এদিকে ১৩ মে স্থানীয় সীমা আক্তারের সহযোগিতায় স্বপনের বিরুলিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বিরুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হামিদ মিয়া ও স্বপনের স্ত্রী পপি আক্তারকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এর পর ২ জুন নিখোঁজ হন সীমা। এ ঘটনায় ৬ জুন স্বপনের সহযোগী সাইফুলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে, স্বপনের বিরুলিয়ার বাড়ির পাশে মাটিচাপা অবস্থায় সীমার লাশ উদ্ধার করে ডিবি পুলিশ। এরপর পাওয়া গেল টোনোর হাড় ও মাথার খুলি। ডিবির কর্মকর্তারা বলেন, সাইফুলের স্বীকারোক্তি থেকে জানা যায় সীমা অপহরণ ও হত্যার মূল হোতা ছিলেন স্বপন। তার নেতৃত্বে সাইফুল, রেজাউল, তাইরান, আসিফ সীমাকে অপহরণের পর পানিতে চুবিয়ে হত্যা করে। গতকাল স্বপনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন জানায়, টোনোকে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দেয় তিনি।

টোনো অপহরণের সময় যে শার্টটি পরা ছিল সেটিও পাওয়া যায়। এ ছাড়া স্বপনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা জব্দ করা হয়।

সর্বশেষ খবর