বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

সড়কে দুই শিশুসহ ১০ প্রাণহানি

আট জেলায় দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

সড়কে দুই শিশুসহ ১০ প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-

কুমিল্লা : গরু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি গরু মারা গেছে এবং পা ভেঙে গেছে আরও পাঁচটির। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন রাসেল। তিনি গরু ব্যবসায়ী। বাকিজনের পরিচয় জানা যায়নি।

পাবনা : মঙ্গলবার রাতে পাবনা-সাঁথিয়া স্থানীয় সড়কের ছোন্দহ রাঙামাটি এলাকায় নসিমন উল্টে রইজ উদ্দিন (৪০) নামে এক চালক মারা যান। এ ছাড়া গতকাল ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুর বাজারে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চালক হামিদুল (২৬) ইসলাম মারা গেছেন।

দিনাজপুর : নবাবগঞ্জে মঙ্গলবার রাতে দুটি মোটরসাইকেল ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক ইসমাইল (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরে গতকাল ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় কাউসার আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় গতকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাজিবুল হক (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় গতকাল তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবু মুন্সী (২৮) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

ঝিনাইদহ : শৈলকুপার ভাটই বাজারে গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবীর হোসেন (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরের সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কে গতকাল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হালিম মিয়া (১৮) নামে এক যুবক মারা গেছেন।

নিহত হালিম পঞ্চগড়ের দেবীধস উপজেলার ময়দানের মাঠ গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

সর্বশেষ খবর