বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

হোটেলে বন কর্মকর্তার লাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে মো. শফিকুর রহমান (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল আলীপুর বাজারের ভাইভাই হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শফিকুরের বাড়ি চাঁদপুরের চান্দরা এলাকার বাখরখালী গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ। তিনি ২০২৩ সালের ডিসেম্বর থেকে ওই হোটেলের ১১ নম্বর রুমে ভ্যাচেলার ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল তিনি ওই কক্ষ থেকে বের হননি।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেল তালুকদার বলেন, হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর