বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

মেডিকেল কলেজের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। গতকাল সকালে জেলার সর্বস্তরের মানুষের ব্যানারে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তৃতা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। বক্তারা এ সময় অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর ও মেডিকেল কলেজ চালুর জোর দাবি জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর