বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

চালের ড্রামে ফেনসিডিল

দিনাজপুর প্রতিনিধি

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরে চালের ড্রামে অভিনব কায়দায় লুকানো ফেনসিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) দিনাজপুর জেলার একটি দল। এ সময় ৫২ বোতল ফেনসিডিল জব্দ এবং মজিবর রহমান নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গতকাল  দিঘলপাড়া এলাকায় এ অভিযান চালায় ডিএনসি।

ডিএনসি দিনাজপুরের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবীর জানান, মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর