বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

আদিবাসী পরিষদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আদিবাসীদের জন্য ভিজিএফ, ভিজিডি কার্ড ও সাংবিধানিক স্বীকৃতিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখা। গতকাল শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সন্তোষ শিংয়ের সভাপতিত্বে বক্তৃতা করেন দিলরুবা নূরী, যুগেশ শিং, স্বপন শিং, গৌতম মাহাতো প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানসহ ৯ দফা দাবি করে আসছে। কিন্তু সেসব বাস্তবায়ন করতে হলে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর