শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

দেশি গরুতে জমজমাট সীমান্ত হাট

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা প্রতিনিধি

দেশি গরুতে জমজমাট সীমান্ত হাট

গাইবান্ধায় পশুর হাট -বাংলাদেশ প্রতিদিন

জমে উঠছে চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধার পশুহাটগুলো। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা হলেও এবার হাটে নেই ভারতীয় গরু। এ বছর গরুর দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। সরেজমিন দেখা গেছে, জেলার সব হাটেই এবার দেশি গরুর সরবরাহ অনেক। ভারতীয় গরু একেবারে নেই বললেই চলে। বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে গরু। তবে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। এ বছর জেলায় ১৭টি স্থায়ী ও দুটি অস্থায়ী হাটে পশু বেচাকেনা চলছে।

এদিকে গাইবান্ধার ৪১টি স্থানে কোরবানি পশুর হাট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৬টি স্থায়ী ও ১৫টি অস্থায়ী। বিভিন্ন হাটে দেখা যায়, দেশি জাতের ষাঁড়, বলদ, মহিষ, গাভি, ছাগল ও ভেড়া কেনাবেচা শুরু হয়েছে। তবে এ বছর ভারতীয় গরু না আসায় হাট কাঁপাচ্ছে দেশি জাতের ছোট-বড় সব সাইজের গরু।

 

সর্বশেষ খবর