শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

টুংটাং শব্দে মুখর কামারপাড়া

প্রতিদিন ডেস্ক

টুংটাং শব্দে মুখর কামারপাড়া

ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়। হাতুড়ির টুংটাং শব্দ জানান দিচ্ছে কামারশালার কর্মতৎপরতা। দিনরাত কাজ করে দা-বঁটি, ছুরিসহ লোহার প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করছেন কর্মকাররা। প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁদপুর : জেলায় ১ হাজার ৫০০ কামারশলায় প্রায় ৩ হাজার কারিগর রয়েছেন। যেন দম ফেলার ফুরসত নেই তাদের। অনেকের কাটছে নির্ঘুম রাত। নির্দিষ্ট সময়ে জিনিসপত্র সরবরাহেরও চাপ রয়েছে। কর্মকার দীপক চন্দ্র জানান, ‘কারিগররা দিনরাত খাটছি। বর্তমানে শ্রমিকদের পারিশ্রমিক, কয়লা ও লোহার দাম বেড়েছে। লোহার জিনিসপত্র বানাতে খরচ পড়ছে বেশি।

নওগাঁ : সদর উপজেলার শিবপুর টুংটাং শব্দে মুখর। কর্মকাররা কেউ বানাচ্ছেন চাপাতি, কেউ ছুরি, কেউবা তৈরি করছেন বঁটি। দূরদূরান্ত থেকে পাইকাররা আসছেন লোহার তৈরি তৈজসপত্র কিনতে। কামার উত্তম কুমার বলেন, ‘মূলত সারা বছর আমাদের কাজ কম থাকে। কোরবানির ঈদের কিছুদিন আগে কাজের চাপ বাড়ে। চাকলা, বক্তারপুর, নওগাঁ পৌরসভা, এমনকি জেলার বিভিন্ন স্থান থেকে আমাদের কাছে আসে লোহার তৈরি জিনিসপত্র কেনার জন্য।’

দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার কামাররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। লোহা-হাতুড়ির টুংটাং শব্দে দিনরাত কাজ করছেন তারা। পশুর চামড়া ছাড়ানো ছুরি প্রতি পিস ১০০-২০০, দা ৪০০-৭০০, বঁটি ২৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

তারা বলেন, ‘সারা বছর কাজ কম থাকে। ঈদ এলে আমাদের ব্যস্ততা বাড়ে। একটু বাড়তি আয়ের জন্য দিনরাত পরিশ্রম করতে হয়।’

 

সর্বশেষ খবর