শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

বাড়ছে তিস্তার পানি, শঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি

বাড়ছে তিস্তার পানি, শঙ্কা

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে নদী পাড়ের বাসিন্দারা শঙ্কিত হয়ে পড়ছেন। প্রতি বছরই এ সময় চরের মানুষগুলোকে ঘরবাড়ি ছেড়ে যেতে হয়। এতে নদী অববাহিকার শতাধিক চরের মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন। গতকাল বিকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৩০ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। আদিতমারির মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন জানান, বর্ষা শুরুর আগেই তার ইউনিয়নে তিস্তার ব্যাপক ভাঙন শুরু হয়েছে। দুই দিন থেকে পানিও বাড়ছে। এতে এ ইউনিয়নের ১৫ হাজার মানুষ চরম বিপাকে পড়বে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদীন ইসলাম বলেন, ভারতের সিকিমে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে।

 

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর