শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাৎ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের তিনি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আজল হক (৫৭), কামরুল ইসলাম হিরু (২৫) ও মোহাম্মদ শাকিল (২৩)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চক্রটি প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাৎ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা। গতকাল ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ ঘটনায় রানীশংকৈল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ সুপার বলেন, সমাজসেবা অধিদফতরের লোক পরিচয় দিয়ে প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ইৎরষষরধহঃ অঢ়ঢ়ং-এর মাধ্যমে যোগাযোগ স্থাপন করেন। তারা কৌশলে বিকাশ অথবা নগদের ওটিপি কোড সংগ্রহ এবং প্রতিবন্ধীদের বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নিয়ে নেন।

 

 

সর্বশেষ খবর