শিরোনাম
শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

আসামি ছিনতাই মামলায় গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি কাজে বাধা ও পুলিশের কাছ থেকে দণ্ড পাওয়া আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় টোক ইউপি চেয়ারম্যান এম এ জলিলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গতকাল আদালতে পাঠালে দীর্ঘ শুনানির পর চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন আদালত। অন্য আসামি ফায়জুদ্দিনের রিমান্ড শুনানি ১৯ জুন ধার্য করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এম এ জলিল কাপাসিয়া উপজেলার উজলী দিঘীরপাড় গ্রামের মহর আলীর ছেলে ও টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ফায়জুদ্দিন একই গ্রামের বাসিন্দা।

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম মো. লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে উজলী দিঘিরপাড় বাজারে যান। সেখানে এক আসামিকে সাজা দেন বিচারক। সাজাপ্রাপ্ত আসামিকে নিয়ে আসার সময় অজ্ঞাতনামা কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ থানায় মামলা করে।

 

সর্বশেষ খবর