শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

শিশু হত্যা মামলায় মৃত্যুদণ্ড

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একই সঙ্গে আসামিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক এবং জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন গতকাল এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম অং বাচিং মারমা। ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি রাঙামাটির কাপ্তাইয়ে খুন হয় শিশুটি।

চন্দ্রঘোনা থানার তৃতীয় শ্রেণির এক ছাত্রী সহপাঠীদের সঙ্গে শিক্ষক অং বাচিং মারমার বাসায় পড়তে যায়। পড়া শেষে শিক্ষক অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই ছাত্রীকে আরও পড়া বাকি আছে বলে রেখে দেন। এরপর আর বাড়ি ফিরেনি শিশুটি। তার বাবা শিক্ষকের বাসায় মেয়েকে খুঁজতে গেলে তাকে ছুটি দিয়েছেন বলে জানান অং বাচিং। সন্দেহ হলে তিনি শিক্ষকের বাসায় পুলিশ নিয়ে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করেন।

সর্বশেষ খবর