শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ঘেরে কিশোরের লাশ

নড়াইল প্রতিনিধি

জেলায় একটি ঘের থেকে শিবাজিত বিশ্বাস (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সদর উপজেলার বনগ্রামে এ ঘটনা ঘটে। শিবাজিত ওই গ্রামের শিপন বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায়, কয়েক বন্ধু মিলে ঘেরে গোসল করতে গিয়ে একপর্যায়ে শিবাজিত পানিতে ডুবে যায়। তবে পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিবাজিতকে হত্যা করা হয়েছে। ওসি সাইফুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।

অভিযুক্ত খান মোহাম্মদ কবির বলেন, প্রথমে তাদের পরিবারের পক্ষ থেকে ঘেরে ডুবে মারা গেছে বলা হলেও একটি মহলের ইন্ধনে এখন অপপ্রচার চালানো হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর