শিরোনাম
শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

বিপুল ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় সুনামগঞ্জে চোরাই পথে ভারত থেকে আনা কোটি টাকার পণ্য জব্দ করেছে টাস্কফোর্স। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এস এ পরিবহনের কাউন্টারে বুধবার রাতে অভিযান চালানো হয়। সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক শরীফ এতে নেতৃত্ব দেন। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ১২৪ বস্তা ফুচকা, ৩ বস্তা কিশমিশ, ১৬ বস্তা কাজু বাদাম, ৩০ বস্তা প্রসাধনীসহ পলিথিন, চকলেট, বিস্কুট ও চশমা।

 জব্দ। এস এ পরিবহন সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক শওকত কামাল বলেন, আদালতের নিলামের রশিদ, সীমান্ত হাটের কার্ড, এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে বেশ কয়েকজন এসব পণ্য ঢাকায় পাঠানোর জন্য বুকিং দেয়। সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে এসব পণ্য সুনামগঞ্জ শহরের এস এ পরিবহনের কাউন্টারে আসে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৭ বস্তা অবৈধ পণ্য জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর