শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

বকেয়া বেতন দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বকেয়া বেতন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। নারায়ণগঞ্জের বন্দর লাঙ্গলবন্দ এলাকার টোটাল ফ্যাশন কারখানার শ্রমিকরা গতকাল দুপুরে এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় দিকে ৫-৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে বন্দর থানা ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। অবরোধকারী শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ মে মাসের বেতন পরিশোধ করেনি। এমনকি ঈদের বোনাসও দেয়নি। বেতন-বোনাস চাইলে মালিকপক্ষ ও হিসাব বিভাগের কর্মকর্তারা কবে বেতন-বোনাস দেবেন নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি। শ্রমিকদের অভিযোগ, এক মাসের বেতন আর ঈদ বোনাস দুটি একসঙ্গে হওয়ায় মালিকপক্ষ মূলত বোনাস দিতে চাচ্ছে না। তারা এমন বাহানা করছে যেন তাদের বেতন দেওয়ার টাকাই নেই। কৌশলে শ্রমিক ঠকানোর ফন্দি করেছে মালিকপক্ষ।

সোনারগাঁর কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর