শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

অভিনব প্রতারণা ব্যবসায়ীর সঙ্গে

শেরপুর প্রতিনিধি

শেরপুর শহরের রাজবল্লবপুরে এক মাছ ব্যবসায়ী অভিনব প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি একজন পুলিশ কর্মকর্তাসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে ভাইরাল হয়।

প্রতারণার শিকার ব্যবসায়ীর নাম আবদুল মোতালেব। তিনি হাওরাঞ্চল থেকে মাছ কিনে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত শহরের সত্যবতি সিনেমা হলের সামনে বিক্রি করেন। বৃহস্পতিবার রাতে এক লোক মিষ্টির প্যাকেট, ওষুধ ও সাবানের গুঁড়ার প্যাকেট দোকানের সামনে রেখে দরদাম করে মাছ কেনেন। অতিজরুরি কাজ দেখিয়ে তিনি প্যাকেটগুলোতে দামি পণ্য আছে জানিয়ে দেখে রাখতে বলেন। একটু পরেই টাকা দিয়ে যাবেন বলে মাছের ব্যাগটি নিয়ে যান। দোকানি ভদ্রলোককে বিশ্বাসে কিছু বলেনি। রাত দেড়টা বেজে গেলে ক্রেতা আর আসেনি। বিষয়টি দোকানি কয়েকজনকে জানান। উপস্থিত লোকজন জামানতের প্যাকেট খুলে দেখেন মিষ্টির ও সাবানের গুঁড়ার প্যাকেটে ইটের খোয়া মেশানো বালু।

ওষুধের বক্সে ছেঁড়া কাগজের টুকরা। দোকানি কোথাও অভিযোগ করবেন না জানিয়ে বলেন সমানে ঈদ। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করি। আইন-পুলিশ করে সময় নষ্ট করতে চাই না। খোদার কাছে বিচার দিলাম।

 

সর্বশেষ খবর