শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

ভিজিএফের চালভর্তি লরি আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় লরিতে করে ভিজিএফের ৮০ বস্তা চাল নেওয়ার সময় আটক করেছে স্থানীয় লোকজন। উপজেলার বাউসি বাজার থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে লরিটি আটক করা হয়। এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, রাত ১২টার দিকে বাউসি বাজারে চালের বস্তা নিয়ে যাওয়া একটি লরি আটকে দেয় স্থানীয়রা। লরিতে ৫০ কেজির ৮০ বস্তা চাল ছিল। চালের কোনোরকম কাগজ দেখাতে পারেননি চালকসহ সংশ্লিষ্টরা। থানায় অভিযোগকারী সৈকত আহমেদ নূরী জানান, লরিচালককে জিজ্ঞাসাবাদে জেনেছি চালগুলো ভিজিএফের।

ঈদ উপলক্ষে রায়পুর ইউনিয়নের দুস্থদের বিতরণের জন্য বরাদ্দের চাল বিক্রি করে দেওয়া হচ্ছিল। রায়পুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রাজু জানান, বৃহস্পতিবার সারা দিন তিনি ৩ হাজার ৪৯০ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করেছেন। ট্যাগ অফিসারসহ সবাই উপস্থিত ছিলেন।

বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম জানান, চালের বস্তায় কোনো সিল পাওয়া যায়নি। একজন লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হবে।

সর্বশেষ খবর