শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চাপ বেড়েছে ভারতগামীদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীর চাপ বেড়েছে। গতকাল চেকপোস্ট ইমিগ্রেশনে দেখা যায়, কয়েক শ যাত্রী অপেক্ষা করছেন। যাত্রীর চাপে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তাদের। সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন সরকারি ছুটি। ঈদের ছুটি কাটাতে ভারতে ভ্রমণ এবং চিকিৎসাসেবা নিতে যাওয়া যাত্রীর চাপ বেড়েছে এ ইমিগ্রেশনে। যশোরের বেনাপোল বন্দরের ভিড় এড়াতে অনেকে আখাউড়া চেকপোস্ট ব্যবহার করছেন। এখানে এসেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। কয়েকজন যাত্রী জানান, দীর্ঘদিন পর ভিসা পেয়েছেন। ঈদের ছুটিতে ভারতের দর্শনীয় স্থান ঘুরতে যাচ্ছেন তারা। আখাউড়া ইমিগ্রেশন ভবনটি ছোট এবং জরাজীর্ণ হওয়ায় ভোগান্তি পোহাতে হয়। সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ খায়রুল আলম জানান, ঈদুল আজহার ছুটির কারণে যাত্রীর চাপ বেশি। আমরা সাধ্যমতো সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর