শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

বাড়ছে নদনদীর পানি

কুড়িগ্রাম প্রতিনিধি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে নদনদীর পানি বাড়ছে। বন্যা আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী মানুষ। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ক্রমেই বাড়ছে।  ঢাকার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উত্তরাঞ্চলে নদনদীর পানি ক্রমেই বাড়ছে। আগামী ৭২ ঘণ্টায় এ অঞ্চলে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি  দ্রুত বৃদ্ধি পেতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২৮ সে.মি বেড়ে বিপৎসীমার মাত্র ৫ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া দুধকুমার ও ধরলা নদীর পানিও ক্রমেই বাড়ছে। তিস্তা নদী অববাহিকায় নিম্নাঞ্চলে পানি উঠেছে। অনেক এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, নদনদীর পানি বাড়লেও আপাতত বন্যার আশঙ্কা নেই। পানি দ্রুতই কমবে বলে জানান তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর