শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সড়কে পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজির সময় পাঁচজনকে আটক করেছেন র‌্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানির সদস্যরা। তারা হলেন- মমিনুল ইসলাম (৫৫), আব্বাস আলী (৪২), সাইফুল ইসলাম বাদল (৫০), আমিনুল ইসলাম (৩০) ও বিপ্লব ইসলাম (২০)। চাঁদা আদায়ের পাঁচটি রশিদ বই, দুটি মোবাইল এবং ২৩৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় জব্দ করা হয় চাঁদাবাজির টাকা। র‌্যাব-১৩ দিনাজপুরের উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান। এর মধ্যে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের দিনাজপুর শহরের কাঞ্চন সেতু এলাকা থেকে তিনজনকে আটক করে র‌্যাব।

 এর আগে বিকালে খানসামা উপজেলার জিয়া সেতুর পশ্চিম পাশ থেকে চাঁদা আদায়কালে আটক করা হয় আরও দুজনকে। র‌্যাব-১৩ দিনাজপুরের উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, দিনাজপুর শহরের কাঞ্চন ব্রিজ এলাকায় একটি রেজিস্টার্ড পরিবহন শ্রমিক ইউনিয়নসহ পৌরসভার ইজারা আদায়ের নামে দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস অটোরিকশা এবং সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছিল। দুটি ঘটনায় র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে এবং আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ খবর