শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

আগুনে পুড়ে মরল সাত গবাদিপশু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় গোলায়াল ঘরে অগ্নিকান্ড ঘটেছে। পুড়ে মারা গেছে সাতটি গবাদিপশু। উপজেলার ঘুড়িদহের দক্ষিণ পাড়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে তিনটি গোয়াল ঘর পুড়ে গেছে। এতে আবদুস ছাত্তারের তিনটি, তার ছেলে আশরাফুল ইসলামের দুই গরু এবং হায়দার আলীর দুটি ছাগল পুড়ে মারা যায়। এ ছাড়া হায়দার আলী ও সানোয়ার রহমানে গোখাদ্য (খড়) পুড়ে গেছে। সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জাফর শেখ বলেন, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে- মশার কয়েল থেকে আগুনের উৎস।

 

সর্বশেষ খবর