রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

মাসব্যাপী বৃক্ষরোপণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নদীর পাড়, রাস্তার দুই পাশ, স্কুল-কলেজ মাঠ এবং ফাঁকা জায়গায় শুরু হয়েছে বৃক্ষ রোপণ কর্মসূচি। তিন উপজেলায় আষাঢ় মাসব্যাপী এ কর্মসূচিতে সরকারি সব দফতর, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ কর্মী এবং রাজনৈতিক নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন। তেঁতুলিয়ার মহানন্দা পার্কে গতকাল কর্মসূচি উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের এমপি নাঈমুজ্জামান ভূঞা মুক্তা।

এ সময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, শিক্ষক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

উৎসবে সরকারের পাশাপাশি বেসরকারি কয়েকটি এনজিও ২২ হাজার বৃক্ষরোপণ করবে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গাছের পরিচর্যায় সুবিধাভোগী নিয়োগ, চারপাশে বেড়া দেওয়া ও গাছে বাঁশের খুঁটি দেওয়া হবে। গাছের গোড়ায় ব্যবহার করা হবে প্রয়োজন মতো সার ও কীটনাশক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর