রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

চাঁদা না পেয়ে ধান লুট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে সেলিনা খাতুন (৩৭) নামে এক নারীকে মারধর করে ১০ মণ ধান লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ৭ জুন নাচোল উপজেলার বালুগ্রাম মৌজায়। এ ঘটনায় শুক্রবার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। সদর উপজেলার গোবরাতলা গ্রামের মো. আবদুল্লাহর স্ত্রী সেলিনা খাতুন অভিযোগ দেন।

এতে উল্লেখ করা হয়, গত বছরের ১০ আগস্ট সাবকবলা দলিলমূলে নাচোল উপজেলার বালুগ্রাম মৌজায় আবাদি জমি কিনে ভোগদখল করে আসছে সেলিনার পরিবার। জমি কেনার পর থেকে আশরাফুল, আলাউদ্দিন ও নবুওয়াত তার কাছে ২ লাখ টাক দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় ৭ জুন বিকালে উল্লেখিত ব্যক্তিসহ আরও ৮-১০ জন দেশি অস্ত্রসস্ত্র নিয়ে আমার জমির ধান কাটতে থাকে। নিতাই রায় নামে একজন আমাকে মোবাইল ফোনে জানালে আমি আত্মীয়-স্বজন নিয়ে জমিতে উপস্থিত হয়ে ধান কাটতে বাধা দিই। তারা আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে ১ লাখ টাকা মূল্যের গলার চেইন ও প্রায় ১০ মণ ধান ট্রলিতে করে নিয়ে যায়। নাচোল থানার ওসি তারেকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর