রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

ঈদুল আজহা উপলক্ষে পর্যটক বরণে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে কুয়াকাটা পর্যটন সংশ্লিষ্টরা। আবাসিক হোটেল-মোটেলগুলো সাজানো হয়েছে। সৈকতের ছাতা-বেঞ্চে লেগেছে নতুনত্বের ছোঁয়া। ব্যস্ত সময় পার করছেন পর্যটকদের সেবায় নিয়োজিত ১৬টি পেশার ব্যবসায়ী ও কর্মীরা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে লাখো পর্যটকের আগমন ঘটবে। তাদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। স্থানীয় সূত্র জানায়, সৈকতপাড়ের ঝাউবন, শুঁটকিপল্লী, লেম্বুরবন, কুয়াকাটা জাতীয় উদ্যানসহ দর্শনীয় স্পটগুলো পরিপাটি করা হয়েছে। বর্ষার শুরুতে সৈকতে উঁচু ঢেউ ও মনোরম দৃশ্য নজর কাড়বে পর্যটকদের। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের অর্থসম্পাদক হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান বলেন, সব মিলে ৩০ শতাংশ রুম বুকিং হয়েছে। আশা করছি- সব হোটেল বুকিং বাড়বে এবং ঈদ পরবর্তী সময়ে পর্যটকে মুখর থাকবে কুয়াকাটা। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা-টোয়াকের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন রাজু বলেন, কোরবানির ঈদ উপলক্ষে হোটেল-মোটেল ধুয়ে মুছে পরিপাটি করেছেন ব্যবসায়ীরা। পর্যটক বরণে পুরো সৈকত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জল ও স্থলপথে সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সর্বশেষ খবর