শিরোনাম
রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ফেসবুক থেকে বেরিয়ে সংস্কৃতির চর্চা করতে হবে : ইকবাল

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, যুব সমাজকে রক্ষা করতে হলে ফেসবুক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাঙালি সংস্কৃতির চর্চা করতে হবে। শুক্রবার রাতে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- ২০১৮ সালে নাট্যকলায় তরিকুল আলম, যন্ত্র সংগীতে দেওয়ান এস এ রহমান, লোকসংস্কৃতিতে আজিম উদ্দিন সরকার, সৃজনশীল সংগঠন হিসেবে বোচাগঞ্জের সোনালী নাট্য গোষ্ঠী। ২০১৯ সালে কণ্ঠসংগীতে সাবিহ পাপন, নাট্যকলায় সম্বিত সাহা সেতু, যন্ত্র সংগীতে সন্তেষ বৈষ্য মালা, চারুকলায় নাজিব তারেক, লোকসংস্কৃতিতে শ্রী মাঘু বাকলা।

২০২০ সালে লোক সংস্কৃতিতে ড. মারুফা বেগম, নাট্যকলায় ছায়া বিশ্বাস, যন্ত্রসংগীতে মানিক দাস, কণ্ঠ সংগীতে হাসান আলী শাহ ও সৃজনশীল সংগঠন হিসেবে উদীচী শিল্পীগোষ্ঠী। ২০২১ সালে কণ্ঠসংগীতের ক্ষেত্রে মোকসেদ আলী, যাত্রা শিল্পী হিসেবে আবদুর রাজ্জাক দেওয়ান, নাট্যকলায় রেনু বেওয়া, লোক সংস্কৃতিতে মালতি রানী দেবনাথ ও সৃজনশীল সংগঠন হিসেবে ভৈরবী। 

 

 

সর্বশেষ খবর