রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

পাহাড়ে জমেছে পশুর হাট

খাগড়াছড়ি প্রতিনিধি

এক দিন পরই ঈদুল আজহা। এরই মধ্যে পাহাড়ের প্রত্যেক উপজেলার বাজারে গরু বিকিকিনি বেড়েছে। মহালছড়ি উপজেলায় মাইছ্যসছড়ি হাটে গতকাল ছিল শেষ বাজারবার। এ দিন প্রচুর গরু উঠেছে এ হাটে। বিকিকিনিও হয়েছে বেশ। গরু বিক্রেতা শরীফ জানান, এবার দাম বেশ কম। ক্রেতা নেছার উল্লাহ জানান, এ বছর গরুর দাম সহনীয় পর্যায়ে রয়েছে। গরু কিনে স্বাচ্ছন্দবোধ করছি।

জেলার মহামনি মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, পানছড়ি দীঘিনালা, বোয়ালখালী বাজারে দেশি গরু বেশি বিক্রি হচ্ছে। এখানকার পাহাড়ের গরুর চাহিদা রয়েছে সমতল জেলায়ও।

ছোট ও মাঝারি আকারের গরুর কদর থাকায় দামও ভালো মিলছে। ছোট সাইজের একটি কোরবানিযোগ্য গরুর ৬৫-৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের গরুর দাম হাঁকা হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখের বেশি। বড় গরুর চাহিদা একেবারেই কম।

সর্বশেষ খবর