বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর এলাকার সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ১৩ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় দুজনকে খুলনা ও দুজনকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান জানান, মঙ্গলবার বিকালে সর্দারপাড়া এলাকায় ফুটবল খেলা চলার সময় আজাহারুল মোল্লা ও বাঘা শেখের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা তারা বাড়িতে এসে জানালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ওসি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

সর্বশেষ খবর