বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

ধর্ষণের পর হত্যা গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩০) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার ও মঙ্গলবার অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. আল আমিন (২৫), সাথিয়াপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে রুহুল আমিন (২৬) ও সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৯)। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এর আগে, ১৪ জুন চরনিলক্ষিয়া ইউনিয়নের সাথিয়াপাড়া এলাকায় পুকুরপাড়ে ওই নারীর লাশ পাওয়া যায়। ১২ জুন দুপুরে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। রাতে ওই তিন যুবক তাকে ধর্ষণ ও হত্যা করে পুকুরে ফেলে যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, ওই নারীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে শ্বাসরোধে হত্যা করে পাড়ের খাদে কাদামাটি চাপা দিয়ে চলে যায়।

সর্বশেষ খবর