বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

সুন্দরবনে বিষভর্তি বোতল জাল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সুন্দরবন থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত ১২০ বোতল কীটনাশক ও ৬০০ মিটার জালসহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। সোমবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের কাইনমারী খাল থেকে এসব সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময়ে বনরক্ষীদের দেখে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

তবে পালিয়ে যাওয়াদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে বন বিভাগ।

সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় সুন্দরবনের বিষ দিয়ে মাছ ধরতে আসা এ চক্রে সদস্য পশুর নদে ডিঙি নৌকা করে যেতে দেখে বনরক্ষীদের সন্দেহ হলে তাদের থামতে বলা হয়। এ সময়ে তারা দ্রুত মোংলা উপজেলার কাইনমারী খালের মোহনায় গিয়ে নৌকা ডুবিয়ে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়ে লোকালয়ে পালিয়ে যায়। পরে ওই ডিঙি নৌকা থেকে পাঁচ কার্টনভর্তি ১২০ বোতল কীটনাশক ও ৬০০ মিটার জালসহ একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। বন বিভাগ পালিয়ে যাওয়াদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে বলে জানান এ কর্মকর্তা।

সর্বশেষ খবর