শিরোনাম
বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

স্বামী হত্যাচেষ্টায় স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের মাস্টারপাড়ায় জমির বিরোধের জেরে আলতাফ হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সীতাকুণ্ড থানায় মামলাটি করেন ভুক্তভোগীর স্ত্রী সুলতানা রাবেয়া। সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এজাহারে উল্লেখ করা হয়, জমি নিয়ে ভুক্তভোগী আলতাফের সঙ্গে রিপনের বিরোধ ছিল। আলতাফ বিষয়টি মীমাংসা করতে চাইলেও রিপন স্থানীয় কারও কথা মানতে রাজি হননি। এর মধ্যে মঙ্গলবার বিকালে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পথে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আলতাফকে কুপিয়ে জখম এবং মারধর করেন রিপন ও সহযোগীরা। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়। গুরুতর অবস্থায় আলতাফকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ খবর