শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

সড়কে কলেজছাত্রসহ নিহত ৩

প্রতিদিন ডেস্ক

সড়কে কলেজছাত্রসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে কলেজছাত্র ও এক যুবক এবং মাগুরায় এক নারীর মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- চট্টগ্রাম : হাটহাজারীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিহত হন রাহাতুল কবির নয়ন (২১) নামে এক কলেজছাত্র। বুধবার রাতে মুহুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মৃত ফজলুল কবিরের ছেলে। এ ঘটনায় মোহাম্মদ শাহেদ (১৮) নামে আরও এক বাইক আরোহী আহত হয়েছেন। অন্যদিকে ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোহাম্মদ রিয়াদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দাঁতমারা ইউনিয়নের সেলফি রোডে এ ঘটনা ঘটে। রিয়াদ ওই  এলাকার নুরুল হুদার ছেলে। মাগুরা : মাগুরায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় রিনা ইসলাম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বিকালে সাইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা মাগুরা সদর উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুর ইসলামের স্ত্রী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর