শিরোনাম
শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

বজ্রপাতে শিশুসহ পাঁচজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল খুলনা, ঠাকুরগাঁও ও ভোলায় এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

খুলনা ও সাতক্ষীরা : ঈদ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরের গড়পদ্মপুকুর এলাকায় বেড়াতে এসেছিলেন কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের এনায়েত আলী (৩৭) ও মাটিয়াডাঙ্গা গ্রামের আলআমিনের ছেলে নাজমুল (৮)। সেখান থেকে ফেরার পথে শ্যামনগর গাগড়ামারী এলাকায় বজ্রপাতে এনায়েত ও নাজমুলের মৃত্যু হয়। এতে নাজমুলের নানা মুছা গাজীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।  এদিকে বিকালে খুলনার বটিয়াঘাটা উপজেলায় বজ্রপাতে আল-মামুন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।  ঠাকুরগাঁও : ভোর রাতে পীরগঞ্জ উপজেলার জাবরহাট উইনিয়নের বড়বাড়ি চুনিয়া পাড়া গ্রামে বজ্রপাতে সানজিলা মার্ডি (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোলা : চরফ্যাশনে সকালে বজ্রপাতে মারা গেছেন আক্তার  (৪০) নামে এক কৃষক। 

সর্বশেষ খবর