শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

সংঘর্ষে নারী-শিশুসহ আহত ১০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বুধবার বিকালে স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের সঙ্গে বিপ্লবের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের নারী, শিশুসহ ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় ৮-১০টি বাড়ি। বেশ কয়েকটি বাড়ির মালামাল লুটপাট করা হয়। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই গ্রেফতার করা হয় ইউপি সদস্য মতিয়ার, বিপ্লব ও আতিয়ারকে।

মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গোলাম মোস্তফা বাদী হয়ে ২০ জনের এবং সাহিদ শেখ বাদী হয়ে ১৭ জনের নামে পৃথক দুটি মামলা করেছেন।

সর্বশেষ খবর