শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

পাহাড়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাহাড়ে অবৈধভাবে ব্যবহার করা পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ আগামী ১৫ দিনের মধ্যে বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম গতকাল সার্কিট হাউসে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৮তম সভায় এ নির্দেশনা দেন। চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে ৫ হাজার ৩০০-এর অধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নগরের ২৬টি পাহাড়ে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। কোনো অবস্থাতে পাহাড় কাটা যাবে না। পাহাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ১০ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। গত এক বছরে শুধু নগরে ৫১টি অভিযান পরিচালনা করা হয়েছে। সেখান থেকে ১১টি পরিবারকে সরিয়ে আনা হয়েছে।

 

সর্বশেষ খবর