শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

আট জেলায় প্রাণহানি ১৪

সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

আট জেলায় প্রাণহানি ১৪

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুরসহ ১৪ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

রংপুর : পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মাদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানায়, উপজেলার মাদারহাট এলাকায় হানিফ ও বেস্টঅন পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন মারা যান। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মিন্টু মিয়া ও রফিকুল ইসলাম নামে দুই যাত্রী মারা যান। একই এলাকায় রাত সাড়ে ৩টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানে ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। ফরিদপুর : বৃহস্পতিবার রাত ১টার দিকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মধুখালী হাসপাতালের কাছে পূর্বাসা পরিবহনের একটি বাসের ধক্কায় নিহত হয়েছেন ইজিবাইক যাত্রী জামাই-শ্বশুর। এতে ইজিবাইকচালকসহ নিহতদের পরিবারের আরও আট সদস্য আহত হন। নিহতরা হলেন মিরাজ হাওলাদার (৫২) ও সুমন খান (৩০)। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। টাঙ্গাইল : মধুপুরে প্রাইভেট কার ও মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে কামরুল ইসলাম নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। ঝিনাইদহ : গতকাল বিকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় ট্রাকের ধাক্কায় জুথী খাতুন নামে এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় তার স্বামী শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে আকাশ মিয়া আহত হন। অন্যদিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারোমাইল বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় মারা যান বাইসাইকেল আরোহী আতিয়ার রহমান। তার বাড়ি সদর উপজেলার লেবুতলা গ্রামে। রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর এলাকায় গতকাল দুপুরে নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক শহিদুল ম ল (২০) নিহত হয়েছেন। শহিদুল দাদশী ইউনিয়নের পাকুরিয়াকান্দা গ্রামের নূর আলী মন্ডল ওরফে নুরান মাঝির ছেলে। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। ব্রাহ্মণবাড়িয়া : বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বিরপাশা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  নারায়ণগঞ্জ : দুপুরে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে মাইক্রোবাসচাপায় রানু বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার বেড়াখোলা গ্রামের আবু তাহেরের স্ত্রী। বান্দরবান : গতকাল রাতে থানচির জীবননগর এলাকায় সড়কের ঢালুপথে একটি মাল-বোঝাই ট্রাক গভীর খাদে পড়ে এক শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সর্বশেষ খবর