শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

বুড়িতিস্তার বাঁধে ভাঙন

নীলফামারী প্রতিনিধি

বুড়িতিস্তার বাঁধে ভাঙন

নীলফামারীতে বুড়িতিস্তা নদীর বাঁধের ২০০ মিটার ভেঙে যায় -বাংলাদেশ প্রতিদিন

নীলফামারীর ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে গেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মধ্য সুন্দর খাতা এলাকায় মূল বাঁধের প্রায় ২০০ মিটার অংশ ভেঙে যায়। রুপাহারা গ্রামের হাবিবুর রহমান বলেন, ‘বাঁধটি সকালে ভেঙেছিল প্রায় ৬০ মিটার। আস্তে আস্তে ভাঙন বাড়ছে। এখন প্রায় ২০০ মিটার ভেঙেছে। এই এলাকায় দুই শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। জমিগুলোতে এবার আবাদ করাই যাবে না। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, ‘মধ্য সুন্দরখাতা এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় ওই এলাকার অন্তত এক হাজার বিঘা আবাদি জমি পতিত হয়ে পড়বে। এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘ডিমলায় ভেঙে যাওয়া বাঁধটি আমাদের আওতায় কি না, সে ব্যাপারে নিশ্চিত নই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর