শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

২ শতাধিক বাসের সারি দৌলতদিয়ায়

রাজবাড়ী প্রতিনিধি

২ শতাধিক বাসের সারি দৌলতদিয়ায়

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের সারি -বাংলাদেশ প্রতিদিন

ঈদুল আজহা শেষ করে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। এতে দৌলতদিয়া প্রান্তে ২ শতাধিক যাত্রীবাহী বাসের সারি তৈরি হয়।

গতকাল বিকালে দক্ষিণাঞ্চল থেকে আসা মানুষের বাড়তি চাপ দেখা যায়। মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপও রয়েছে চোখে পড়ার মতো। একই অবস্থা দৌলতদিয়া লঞ্চঘাটে। বিকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ৩ নম্বর ফেরিঘাট এলাকা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ২ শতাধিক যাত্রীবাহী বাস ফেরিপারের অপেক্ষায় ছিল। ১ ঘণ্টার অধিক সময় অপেক্ষা করে বাসযাত্রী চালকরা ফেরিতে যেতে পারছেন। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক  সালাহউদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে। সাময়িক সময় ফেরির জন্য  অপেক্ষা করে যাত্রীরা ফেরিতে যেতে পারছেন।

সর্বশেষ খবর