শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

আতঙ্ক ছড়াচ্ছে ‘রাসেলস ভাইপার’

ফরিদপুরে একজনের মৃত্যু, রাজবাড়ীতে কৃষক হাসপাতালে

ফরিদপুর ও রাজবাড়ী প্রতিনিধি

ফরিদপুরের চরাঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে ‘রাসেলস ভাইপার’। এ বিষাক্ত সাপের কারণে খেত খামারে কাজ করতে ভয় পাচ্ছেন কৃষক-শ্রমিক। আর এ সাপ মারতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। ফরিদপুরে রাসেল ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের দুর্গম চরে এ ঘটনা ঘটে। হোসেন ব্যাপারী ওই এলাকার পরেশ উল্লাহ ব্যাপারীর ছেলে। এদিকে সদর উপজেলার ডিক্রিরচরে গতকাল ও বৃহস্পতিবার দুটি রাসেল ভাইপার সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরেছে গ্রামবাসী। সাবেক ইউপি মেম্বার হেলালউদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে  হোসেন ব্যাপারীকে সাপে কামড়ায়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে গতকাল ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজউদ্দীন মাতুব্বরের ডাঙ্গি গ্রামে খেতে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান ওই গ্রামের তোতা মোল্লার ছেলে মুরাদ মোল্লা। মুরাদ মোল্লা বলেন, সকালে বাদামের জমিতে কাজ করার সময় সাপটি নজরে পড়ে। এরপর লাঠি দিয়ে সাপটি মেরে ফেলি। আগের দিন ওই গ্রামের হারুন শেখের ছেলে ইউসুফ আরও একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলেছে বলে জানান তোতা মোল্লা। রাজবাড়ীর পাংশার পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক সাপের কামড়ে আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকালে হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। মধু বিশ্বাস উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের বাসিন্দা।  মধু বিশ্বাস বলেন, ‘সকালে পদ্মায় নদীর চরে খেত থেকে বাদাম তোলার সময় রাসেল ভাইপার সাপ আমাকে কামড় দেয়। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে সাপটিকে মেরে ফেলেন। পরে স্থানীয়রা সাপসহ আমাকে পাংশা হাসপাতালে নিয়ে আসেন।’

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর সাদিক চৌধুরি বলেন, আমরা তার সার্বক্ষণিক খোঁজ রাখছি।

সর্বশেষ খবর