শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

নৌকা উল্টে মৃত্যু মেডিকেল শিক্ষার্থীসহ দুজনের

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের গজারমারী বিলে নৌকা ডুবে মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের তিন বন্ধু আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কান্দুলি গ্রামের গজারমারী বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে মোশারফ হোসেন মিল্টন (২১) এবং একই গ্রামের সাদা মিয়ার ছেলে আমানুল্লাহ আমান (১৭)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা আড়াইটার দিকে কান্দুলি গ্রামের আট বন্ধু মিলে ঈদের আনন্দ করতে নৌকা ভাড়া করে গজারমারী বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আট বন্ধুকে উদ্ধারে করে। পরে তাদের শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ খবর