শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

টাকা দিলেই মেলে রোহিঙ্গার জন্মনিবন্ধন!

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় টাকার বিনিময়ে রোহিঙ্গা যুবককে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে জেলার মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি)-এর সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইসমাইল কুমিল্লার আদর্শ উপজেলার গুনানন্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। উপজেলা সদরের নিমাইকান্দি থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। জানা যায়, ১৫ ফেব্রুয়ারি ভুয়া পরিচয়ে জন্মনিবন্ধন বানিয়ে পাসপোর্ট করতে এসে ইয়াছিন (১৯) নামে এক রোহিঙ্গা যুবক কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আটক হন। ওই যুবক মুরাদনগর সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের ঠিকানা ব্যবহার করেছিলেন। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করেন।

সর্বশেষ খবর