শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঘরে ব্যবসায়ীর লাশ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩৫) নামে এক পোলট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। নিজ ঘর থেকে গতকাল সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মাসুক বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের আবদুর রহমানের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাসুক মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের সময় বসতঘরের বারান্দায় পড়েছিল মাসুক মিয়া। তার ঘাড়ে ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। হত্যা নাকি অন্য কিছু এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ খবর