শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

অটোরিকশা চার্জ দিতে গিয়ে নারীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে রওশন আরা (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে।

রওশন আরা ওই এলাকার আজিজার রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যান রওশন আরা। এ সময় লাইনের ত্রুটির কারণে বিদ্যুতায়িত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

 

সর্বশেষ খবর