শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

সংযোগ সড়ক হয়নি, জনদুর্ভোগ

ভারী যানবাহন চলাচল করতে পারছে না

নওগাঁ প্রতিনিধি

সংযোগ সড়ক হয়নি, জনদুর্ভোগ

নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়িতে জনগুরুত্বপূর্ণ রাস্তায় কালভার্ট নির্মাণ করা হলেও সংযোগ সড়ক করা হয়নি। এ কারণে এখান দিয়ে যানবাহন চলাচলের উপযোগী পরিবেশ তৈরি হয়নি। এতে এ এলাকার জনসাধারণের দুর্ভোগ চরমে উঠেছে। স্থানীয়রা এ জন্য সংশ্লিষ্ট বিভাগের উদাসিনতাকে দায়ী করছেন।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডির তত্ত্বাবধানে ৬ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে কাদিবাড়ি এলাকায় রাস্তায় কালভার্টটি নির্মাণ করা হয়। এখান দিয়ে এ এলাকার বয়স্ক, শিশু শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করে। কৃষকরা তাদের উৎপাদন করা ফসল নিয়ে হাটবাজারে যায়। কালভার্টের মূল অবকাঠামো নির্মাণ শেষ হলেও তা জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়নি। এর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। গ্রামবাসী কিছু মাটি কেটে কোনো রকমে হেঁটে চলাচলের ব্যবস্থা করেছে। স্থানীয়রা বলছেন, দুই মাস আগে কালভার্টটির মূল অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। সংযোগ সড়ক না থাকায় এখান দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এ কারণে জনসাধারণকে প্রায় এক কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে জনসাধারণ হয়রানির শিকার হচ্ছে। স্থানীয়রা বলছেন, এখানে সংযোগ সড়ক হলে উপজেলার কোলাহাটে যাতায়াতে প্রায় এক কিলোমিটার দূরত্ব কমবে। এতে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনি যাতায়াত সহজ হবে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল দ্রুত বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। আবু সাঈদ নামে এক মোটরসাইকেল চালক বলেন, কালভার্টটির নির্মাণ কাজ অনেক আগে শেষ হয়েছে। কিন্তু দুই পাশে রাস্তার সঙ্গে সংযোগ না থাকায় সবাই চরম বিড়ম্বনায় পড়ছেন। মোটরসাইকেল পার করলাম তিনজন ধরে অনেক কষ্ট করে। কি বলব ভাই; জনসাধারণের জন্য কালভার্ট তৈরি করা হলেও জনগুরুত্বপূর্ণ এ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পথচারীসহ সবাই দুর্ভোগের শিকার হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। বদলগাছী উপজেলা এলজিইডির (ওই কালভার্টের দায়িত্বপ্রাপ্ত) উপসহকারী প্রকৌশলী সুজন রেজা বলেন, দ্রুত কালভার্টের দুই পাশে মাটি ভরাট করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে।

সর্বশেষ খবর