শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা
তিস্তায় নৌকাডুবি

নিখোঁজদের উদ্ধারে চলছে তৎপরতা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে তিস্তা নদীর তীব্র স্রোতে নৌকা ডুবির ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানান। তিন দিন ধরে চেষ্টা করে তাদের কোনো সন্ধ্যান পাননি স্থানীয় ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আসা ডুবুরি দল।

নিখোঁজ আনিছুরের বাবা চাঁদ মিয়া বলেন, ‘আমার ছেলে আনিছুর ঢাকায় গার্মেন্টে কাজ করত। সংসারের একমাত্র উপার্জন করার মতো ছেলে ছিল। এখন আমাদের ছেলে, ছেলের স্ত্রী ও দুই নাতনি নিখোঁজ রয়েছে।’ কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাকি ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন। গতকাল তৃতীয় দিনেও নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।  প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় ২৫ জন যাত্রী নিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার সাপটানা এলাকায় বিয়ে খেতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে।

সর্বশেষ খবর